Saturday, September 1, 2012

ভালবাসা ডাকল তাকে, বলল, ‘নেবে আমায়?’

ইথই জল চার দিকে। তারই মধ্যে মাথা তুলে জেগে আছে ছোট্ট, সবুজ এক টুকরো দ্বীপ। গলাগলি করে সেখানে থাকে সুখ, দুঃখ, প্রজ্ঞা, সম্পদ,...আরও নানান সহ অনুভূতি, মায় ভালবাসাও।
এক দিন, জানা গেল, সবুজ দ্বীপখানি জলে ডুবে যাবে। সবাই যেন যে যার পথ দেখে নেয়। অন্য কোথাও চলে যাবার পথ।
অন্যরা নৌকো বানাল একে একে, চলে গেল। রয়ে গেল কেবল ভালবাসা। ‘থাকি, শেষ মুহূর্ত পর্যন্ত’, ভাবল সে।
দ্বীপটা যখন একেবারে ডুবুডুবু, ভালবাসার যাবার সময় হল।
নৌকো করে যাচ্ছিল সম্পদ। ‘নেবে আমায়?’ ভালবাসা শুধোল। ‘কী করে নিই? দেখছ না, সোনা-রুপোয় ভরা আমার নাও, তোমার স্বস্তিতে দাঁড়ানোর জায়গাটুকুও নেই যে!’ চলে গেল নৌকো।
দম্ভ যাচ্ছিল, ভালবাসা ডাকল তাকে। ‘নেবে আমায়?’ ‘না, না! কেমন ভেজা ভেজা, স্যাঁতসেঁতে গা তোমার, আমার নৌকো নষ্ট হয়ে যাবে। নেবই না!’ চলে গেল।
দুঃখকে শুধোতে সে কাঁদো কাঁদো হয়ে বলল, ‘নিজেকে নিয়েই বাঁচিনে, তোমায় নিই কেমন করে?’ চলে গেল নাও।
সুখ আর আনন্দ এতই বিভোর আর মশগুল, ভালবাসার ডাক শুনতেই পেলে না। হঠাৎ কার ক্ষীণ কণ্ঠস্বর। ‘এসো, ভালবাসা, আমার নৌকোয় নেব তোমায়।’ বুড়োটেপানা একটা লোক। ভালবাসার এত ভাল লাগল সে ডাক পেয়ে, লাফিয়ে উঠল নৌকোয়, আর খুশিতে ভুলেই গেল বুড়োর নাম শুধোতে।
নৌকো ডাঙায় পৌঁছতে, বুড়ো মতো লোকটা নিজের মনে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে চলে গেল। ভালবাসা, তীরে দাঁড়িয়ে থাকা আর এক বুড়ি, প্রজ্ঞাকে জিজ্ঞেস করল, ‘ও কে গো, আমায় নিয়ে এল?’
‘সময়’, প্রজ্ঞার ছোট্ট উত্তর।
সময়? অবাক হয়ে ভালবাসা তাকাল প্রজ্ঞার মুখে। মৃদু হেসে বলল প্রজ্ঞা, ‘সময়ই যে শুধু বলতে পারে, ভালবাসার মূল্য কতখানি!’


Courtesy Anandabazar Patrika